Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চকরিয়ায় বই উৎসব অনুষ্ঠিত

(চকরিয়া) কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ১০:২০ AM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ১২:০১ PM

bdmorning Image Preview


সারা দেশের ন্যায় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ লা জানুয়ারি) চকরিয়া কোরক বিদ্যালয়ে এ বই উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চকরিয়া-পেকুয়ার নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম উপস্থিত থেকে বই বিতরণ উৎসব কর্মসূচি উদ্বোধন করেছেন।

 এসময় এক স্বাগত বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার বিনামূল্যে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য বইয়ের ব্যবস্থা করছে, বিনামূল্যে পড়াশোনা করার জন্য ব্যবস্থা করছে ও উপবৃত্তির ব্যবস্থা করছে।

তিনি আরো বলেন, এবারে একাদশ সংসদ নির্বাচনে আমাকে চকরিয়া-পেকুয়ার জনগণ বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করছে, তাই আমি আজীবন জনগণের সেবক হিসেবে থাকতে চাই।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মকসুদুল হক ছুট্টু এবং চকরিয়া উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও চকরিয়া কোরক বিদ্যাপিঠ পরিচানলা কমিটির সদস্য মোহাম্মদ শওকত হোছাইন।

এছাড়া চকরিয়া পৌরসভার  কাউন্সিলর ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।

অপরদিকে একই দিনে ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়। ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা নাছরিন মুন্নির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য  ও ঢেমুশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ঢেমুশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা নবাব মিয়া,ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দদের মধ্যে মোহাম্মদ হোছাইন, রাজিয়া সোলতানা, হাফেজ মোহাম্মদ আইয়ুব ও শহিদুল্লাহ হাফিজ প্রমুখ।

বক্তরা বলেন, আজকের শিশু হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। ফলে সরকার বছরের শুরুতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বই বিতরণের মধ্যে দিয়ে পড়ালেখা শুরু করেন। তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট ছোট ছেলেমেয়েদের পড়াশোনার জন্য বিনামূল্যে বই বিতরণের পাশাপাশি বিভিন্ন ধরণের উন্নয়নমুলক পদক্ষেপ গ্রহণ করেছেন।

এছাড়া বই বিতরণের সময় ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। 

Bootstrap Image Preview