Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যেভাবে বরণ করা হবে নব নির্বাচিত সংসদ সদস্যদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ১০:২৮ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ১০:২৮ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী নব্য নির্বাচিত সংসদ সদস্যদের আগামী বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথ বাক্য পাঠ করাবেন। প্রথমে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, পরে জাতীয় পার্টি ও অন্যান্য সংসদ সদস্যদের শপথ পড়াবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের বরণ করতে নতুন সাজে সাজছে জাতীয় সংসদ ভবন। শপথ গ্রহণের জোর প্রস্তুতি ছাড়াও সংসদ ভবনে চলছে ধোয়ামোছার কাজ। নতুন সংসদ সদস্যদের পরিচয়পত্র প্রদানের জন্যও প্রস্তুতি রয়েছে।

সংসদ ভবনে সরেজমিনে গিয়ে প্রস্তুতি চোখে পড়েছে। জাতীয় সংসদ সচিবালয় ইতিমধ্যেই সংসদ সদস্যদের পরিচত্রপত্র প্রদান ও রেজিস্ট্রেশনের জন্য বুথ স্থাপন করেছেন। সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবারবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। শপথের পরপরই তাদের রেজিস্ট্রেশন করা হবে।

পুরো সংসদ ভবনে চলছে ধোয়া মোছার কাজ। সংসদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত গণপূর্ত অধিদপ্তরের কর্মীরা শপথ কক্ষ প্রস্তুতসহ সংসদ ভবন সাজানোর কাজ করছেন। প্রায় দুই শতাধিক কর্মী কাজ করছে সংসদ ভবন নতুন করে সাজাতে।

সংসদ ভবনের সার্জেন্ট এ্যাট আর্মস অধিশাখার এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে এবং পরে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। প্রথমে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, পরে জাতীয় পার্টি ও অন্যান্য সংসদ সদস্যদের শপথ পড়াবেন।

শপথ উপলক্ষ্যে সংসদ ভবনের নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এখনও নিজ নিজ নির্বাচনী এলাকায় রয়েছেন। বুধবার তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। উপস্থিত না থাকলেও তাদের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি এগিয়ে নেয়া হচ্ছে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৬৬ টি আসন পেয়ে মহাজোটের সাথে নতুন সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

Bootstrap Image Preview