Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বরিশালের ৬ আসনে ৩১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বরিশাল প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ১০:১৯ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ১০:১৯ PM

bdmorning Image Preview


সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩৯ প্রার্থীর মধ্যে ৩১ প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। নির্বাচনী আইন অনুযায়ী কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগের কম ভোট পাওয়ায় এসব প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়।

নির্বাচনের ফলাফলে ৬টি আসনেই বড় ব্যবধানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা জয়ী হয়েছেন। অপরদিকে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রার্থীরা সবকটি আসনে হেরেছেন।

বরিশাল-৫ আসনে হাতপাখা প্রতিকে প্রতিদ্বন্দ্বিতাকারী ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের জামানতও বাজেয়াপ্ত করা হয়েছে।

শুধুমাত্র বরিশাল-৩ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ওয়ার্কার্স পার্টির বর্তমান এমপি টিপু সুলতান বাদে মহাজোট প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী সবাই জামানত হারিয়েছেন।

বরিশালের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, আইন অনুযায়ী জামানতের টাকা ফেরত পেতে হলে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ পেতে হয়। তবে ৬টি আসনের ৩৯ প্রার্থীর মধ্যে ৩১ প্রার্থী তা পাননি। সুতরাং ৬টি আসনের ৩৯ প্রার্থীর মধ্যে ৩১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

Bootstrap Image Preview