Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে নতুন বই পেল ২ লাখ শিক্ষার্থী

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০৬:৪৩ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০৬:৪৩ PM

bdmorning Image Preview


বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে বছরের প্রথম দিনে বই উৎসবে মাতলো ফরিদপুরের দুই লাখের বেশী শিক্ষার্থী।

এ উপলক্ষে মঙ্গলবার (পহেলা জানুয়ারি) সকালে ফরিদপু জেলা শহরের সারদা সুন্দরী সরকারি বালিকা বিদ্যালয় চত্বরে বই উৎসবের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবা আক্তার, ম্যানেজিং কমিটির সদস্য ওহিদুর রহমান, প্রধান শিক্ষক মনিরুল ইসলাম প্রমুখ।

এ ছাড়াও জেলা জুড়ে সকল প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোর ছাত্র-ছাত্রীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়।

জানা যায়, এ বছর ফরিদপুরে ২ লাখ ৯ হাজার ৭২ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ২৮ লাখ ৩৫ হাজার ০৪শত ৩৩ খানা বই বিতরণ করা হয়েছে।

Bootstrap Image Preview