Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সালথায় বই পেল ২৪ হাজার শিক্ষার্থী

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০৬:১৪ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০৬:১৪ PM

bdmorning Image Preview


বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে বছরের প্রথম দিনে বই উৎসবে মাতল ফরিদপুরের সালথা উপজেলার ২৩ হাজারের বেশি শিক্ষার্থী।

মঙ্গলবার (পহেলা জান্যারি) সকালে উপজেলার সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম।

বই উৎসব অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, শিক্ষক জাহিদুর রহমান জাহিদ প্রমুখ।

এ বছর সালথা উপজেলার ৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৫টি কেজি স্কুলের প্রায় ২৪ হাজার ছাত্র-ছাত্রীর মাঝে বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বছরের প্রথম দিনেই নতুন বই শিক্ষার্থীদের জন্য সরকারের উপহার প্রদান করা হল। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা সারা বছর মনের আনন্দে পড়ালেখা করবে। আগামী প্রজন্ম শিক্ষা গ্রহণের পাশাপাশি মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে। তবেই এই প্রচেষ্টা সার্থক হবে।

Bootstrap Image Preview