Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বৃহস্পতিবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০৪:৫৫ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০৪:৫৫ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে জয়ী সংসদ সদস্যগণ আগামী ৩ জানুয়ারি শপথ নেবেন একাদশ। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে এ খবর জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এর আগে গত ৩০ ডিসেম্বর এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে রেকর্ড জয় পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ এককভাবে পেয়েছে ২৬৫টি আসন। তাদের জোটসঙ্গী জাতীয় পার্টির পেয়েছে ২২টি আসন।

অন্যদিকে বিরোধী শক্তি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা জিতেছেন মাত্র ৭টি আসনে। এছাড়াও ৫ জায়গায় জিতেছেন স্বতন্ত্র প্রার্থী।

প্রসঙ্গত নির্বাচনের দিন রাতেই বিএনপি ও ঐক্যফ্রন্ট থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা দলীয় ঘোষণা অনুযায়ী শপথ নেবেন না।

Bootstrap Image Preview