Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বগুড়ায় বিনামূল্যে বই বিতরণ

আল আমিন মন্ডল
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০৪:৪২ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০৪:৪২ PM

bdmorning Image Preview


বগুড়ার গাবতলী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (পহেলা জানুয়ারি) শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়।

বগুড়া গাবতলী রামেশ্বরপুরের কামারচট্র বাটাতননেছা আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করেন মাদ্রাসার সভাপতি ইউনুছ আলী ও অধ্যক্ষ মাওঃ আব্দুল জলিল।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল আজিজ, প্রভাষক সাইফুল ইসলাম, সুলতান মাহমুদ, বেলাল হোসেন, ইউপি সদস্য আব্দুল লতিফ লাটিম, ম্যানেজিং কমিটির সদস্য শিক্ষক প্রতিনিধি আবু তাহের, শিক্ষক আবুল বাশার, মোহাম্মাদ আলী, খাতুনে জান্œাত, আশরাফুন নেছা প্রমুখ।

একই সময়ে কাগইল নাযেব উল্ল্যা সিনিয়র আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতারণ করেন মাদ্রাসার সভাপতি আজমল হোসেন শীষ ও অধ্যক্ষ মাওঃ আব্দুল মজিদ। এ সময় উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য শাহজাহান আলী, জাহাঙ্গীর আলম, শিক্ষক এরফান আলী, আইয়ুব আলী, তরিকুল ইসলাম, আতিকুল ইসলাম, আলমগীর হোসেন, প্রদীপ কুমার, মোহাম্মাদ আলী প্রমুখ।

এ ছাড়াও কাগইলের সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করেন বিদ্যালয়ের সভাপতি মোছাঃ মনোয়ারা খাতুন ও প্রধান শিক্ষক পলী বালা সরকার। এসময় উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য শাহজাহান আলী, শিক্ষক মাকছুদা খাতুন, শাহানাজ পারভীন, জাকিয়া ফারজানা প্রমুখ।

অপরদিকে, কাগইলের মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ করেন প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সভাপতি আব্দুস সবুর সবুজ, প্রধান শিক্ষক বিশ্বম্ভর দত্ত, ম্যানেজিং কমিটির সদস্য তারেকুর রহমান তারেক, শিক্ষক জাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, রীতা রানী সরকার, জাহাঙ্গীর হোসেন, আকলিমা খাতুন, রফিকুজ্জামান প্রমুখ।

Bootstrap Image Preview