Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে নতুন বই পেল ৮৫ হাজার  শিক্ষার্থী

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০৩:৩৫ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০৩:৩৬ PM

bdmorning Image Preview


সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের ভৈরব সরকারি নতুন বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এবার এ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৮৫ হাজার ১ শত ৫৪ জন শিক্ষার্থীর মাঝে ৮ লাখ ১৫ হাাজার শির্ক্ষাথীদের মাঝে নতুন বই দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় ভৈরব সরকারি আর্দশ প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকারি বালিকা বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার  ইসরাত সাদমীন প্রধান অতিথি হয়ে শিক্ষার্থীদের মধ্যে এই বই বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.আনিসুজ্জামান , উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি হাজী মো.সিরাজ উাদ্দন ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লা নিয়াজ প্রমুখ।

নতুন বছরে নতুন বই পেয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মীম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সারা বলেন, নতুন বই পেয়ে অভিভূত তারা।  তারা যেন সঠিকভাবে শিক্ষা লাভ করে দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারে  সে কামনা চায় তারা। নতুন বছরের শুরুর দিনেই বই পাওয়ায় তারা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়।  
 

Bootstrap Image Preview