Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শুক্রবার, মে ২০২১ | ২৪ বৈশাখ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

হেলিকপ্টারে হাসপাতালে এনে প্রসূতি মায়ের জীবন বাঁচালো সেনাবাহিনী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০২:৩০ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০২:৩০ PM

bdmorning Image Preview


রাঙামাটির দুর্গম এলাকা থেকে এক প্রসূতি মাকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এনে তার জীবন বাচিয়েছে সেনাবাহিনী। প্রসূতি মায়ের নাম সোনাপুঁতি চাকমা।

সোমবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় তাকে সিএমএইচে আনা হয়।

এ হাসপাতালের চিকিৎসক কর্নেল ডা. করিম বলেন, ‘পার্বত্য রাঙামাটি জেলার দুর্গম বগাখালী সীমান্ত গ্রামের বাসিন্দা ওই প্রসূতি মা ও তার সন্তানকে বাঁচাতে সর্বাত্মক চেষ্টা করেছি আমরা।’

তিনি জানান, প্রায় ৪৮ ঘণ্টা ধরে ওই মায়ের রক্তক্ষরণ হয়েছে। এ ছাড়া মায়ের পেটে বাচ্চার অবস্থান ছিল আড়াআড়ি। স্থানীয়ভাবে তারা চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর সোমবার বেলা ১১টায় দুমদুম্যা বিওপিতে বিজিবির কাছে আসেন চিকিৎসাসেবা নিতে। বিজিবির চিকিৎসক পরিস্থিতি জটিল দেখে বিজিবি ৪১ ব্যাটালিয়নের সহায়তা চান। এরপর বিজিবির পক্ষ থেকে সেনাবাহিনীর কাছে জরুরি চিকিৎসাসেবা চাওয়া হলে চট্টগ্রাম থেকে হেলিকপ্টার পাঠানো হয় এ মা’কে বাঁচাতে। এক ঘণ্টার মধ্যে রোগী নিয়ে ওই হেলিকপ্টার চট্টগ্রাম পৌঁছে। এরপর অস্ত্রোপচার করা হয়।

রাঙামাটির জুরাছড়ির ৪ নম্বর দুমদুমাইয়া ইউনিয়নের চেয়ারম্যান শান্তিরাজ চাকমা প্রসূতি মায়ের স্বজনদের সঙ্গে হেলিকপ্টারে করে চট্টগ্রামে আসেন।

তিনি জানান, অসুস্থ এ মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী, সুস্থ না হওয়া পর্যন্ত সিএমএইচে চিকিৎসাসেবা দেওয়া হবে।

Bootstrap Image Preview