Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাগুরায় বই উৎসব 

মাগুরা প্রতিনিধি 
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০১:০০ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০১:০০ PM

bdmorning Image Preview


উৎসবমুখর পরিবেশে  মধ্য দিয়ে মাগুরায় বই উৎসব উদযাপিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় মাগুরা ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেণ জেলা প্রশাসক মোঃ আলী আকবর।

এ সময় বিদ্যালয় পরিচলনা পরিষদের সভাপতি আবু নাসির বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সালাম, জেলা শিক্ষা অফিসার রনজিৎ কুমার মজুমদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছী, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, মাগুরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম প্রমুখ। এর পর জেলা প্রশাসক মোঃ আলী আকবর মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, জেলায় এ বছর প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে ৫ লক্ষাধিক এবং মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ১৪ লাখ ৫৫ হাজার ২৭৪টি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। 

Bootstrap Image Preview