Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকা-১৮: টানা তৃতীয়বারের মত এমপি সাহারা খাতুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০২:০৪ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০২:০৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিশাল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয় লাভ করেছেন নৌকার প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

২ লক্ষ ৩০ হাজারেও বেশি ভোটের ব্যবধানে এ জয়ের মধ্যে দিয়ে তৃতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হলেন বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতা। এর আগে রাজধানীর গুরুত্বপূর্ণ এ আসনটি  থেকে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন সাহারা খাতুন।

ঢাকা-১৮ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৫ হাজার ৭১৩ জন। এর মধ্যে সাহারা খাতুন পেয়েছেন পেয়েছেন ৩ লক্ষ ২ হাজার ৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র শহীদ উদ্দিন মাহমুদ স্বপন পেয়েছেন ৭১ হাজার ৭’শ ৯২ ভোট।

উল্লেখ্য, রাজধানীর পূর্ব ও পশ্চিম উত্তরা, তুরাগ, বিমানবন্দর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান ভাটারা থানার (আংশিক) এলাকা নিয়ে ঢাকা-১৮ আসন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ ও ১৭ নম্বর ওয়ার্ডের পাশাপাশি হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান ও ডুমনি ইউনিয়নভুক্ত এলাকা এই আসনে পড়েছে।

সীমানা পুনর্বিন্যাসের পর ২০০৮ সালে নির্বাচনে এখানে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট সাহারা খাতুন বিএনপির আজিজুল বারী হেলালকে হারিয়ে প্রথমবার এমপি নির্বাচিত হন। ২০১৪ সালের বিএনপিবিহীন নির্বাচনে বিএনএফ প্রার্থী আতিকুর রহমান নাজিমকে হারিয়ে টানা দ্বিতীয় দফায় এমপি হন তিনি। মহাজোট সরকারের প্রথম মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান সাহারা খাতুন। পরে তাকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী করা হয়।

উল্লেখ্য, টানা তিন দফায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করা বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতা দলের আইনবিষয়ক সম্পাদক, সহযোগী সংগঠন আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মহিলা পরিষদের সাধারণ সম্পাদকও ছিলেন। গত বছর আওয়ামী আইনজীবী পরিষদ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদকে একীভূত করে ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’ প্রতিষ্ঠাকালে তাকে নতুন এই সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। আন্তর্জাতিক মহিলা আইনজীবী সমিতি ও আন্তর্জাতিক মহিলা জোটের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

Bootstrap Image Preview