Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাগুরার ২টি আসনে বেসকারিভাবে নির্বাচিত আ'লীগের শিখর ও বীরেন

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৮:৪০ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৮:৪০ PM

bdmorning Image Preview


মাগুরা-১ আসনে ২ লাখ ৭৪ হাজার ১৩০ ভোট পেয়ে বেসকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র মনোয়ার হোসেন খান পেয়েছেন ১৬ হাজার ৪ শত ৬৭ ভোট।

অন্যদিকে মাগুরা-২ আসনে ২ লাখ ৩০ হাজার ১২৩ ভোট পেয়ে বেসকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী  ড. বীরেন শিকদার পেয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী পয়েছেন ৫২ হাজার ৯ ভোট।

মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. আলী আলী আকবর  আজ রবিবার সন্ধ্যা ৭ তার সম্মেলন কক্ষে ফল ঘোষণা করেন।

উল্লেখ্য, প্রসঙ্গত, দেশব্যাপী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা। সকাল ৮ টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

Bootstrap Image Preview