Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পোগবার জোড়া গোলে সুলশেয়ারের অধীনে ম্যানইউয়ের দ্বিতীয় জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ১১:১৮ AM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ১১:১৮ AM

bdmorning Image Preview


হোসে মোরিনহো ছাঁটাই হওয়ার সময় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়র লিগ টেবিলের ৬ নম্বরে দাঁড়িয়েছিল৷ প্রথম চারের লড়াই থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছিল রেড ডেভিলসরা৷ চার নম্বরে থাকা চেলসির থেকে ব্যবধান ছিল ১১ পয়েন্টের৷

অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে ওলে গানার সুলশেয়ার দায়িত্ব নেওয়ার পর উপর্যুপরি দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে চেলসির থেকে ব্যবধান কমিয়ে ৮ পয়েন্ট করল ম্যান ইউ৷ নতুন কেয়ারটেকার কোচের অধীনে কার্ডিফ সিটিকে দুই রাউন্ড মিলিয়ে ৫-১ গোলে উড়িয়ে দেয় ইউনাইটেড৷ বুধবার রাতে শেষ রাউন্ডে ঘরের মাঠে হাডার্সফিল্ডকে ৩-১ গোলে বিধ্বস্ত করে ম্যাঞ্চেস্টার৷

ওলে গানারের কাছে এই ম্যাচটা আলাদা মাত্রা পাচ্ছিল অন্য কারণে৷ নরওয়েন তারকার কাছে এটা ছিল ঘরে ফেরার ম্যাচ৷ যে মাঠ থেকে প্রায় বারো বছর আগে ফুটবলার হিসাবে বিদায় নিয়েছিলেন, সেখানেই কোচ হিসাবে প্রত্যাবর্তন করলেন তিনি৷ ম্যানেজার হিসাবে প্রথম হোম ম্যাচে জয় তুলে নিয়ে কাম ব্যাকের স্মৃতিটা মধুর করে রাখলেন গানার৷

নতুন কোচকে জয় দিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে স্বাগত জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন মোরিনহোর চক্ষুশূল পল পোগবা৷ হাডার্সফিল্ডের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন ফরাসি তারকা৷ প্রথমার্ধে ম্যান ইউয়ের অপর গোলটি করেন নেমানজা মাটিচ৷ হাডার্সফিল্ড টাউনের হয়ে ব্যবধান কমান জোরগেনসেন৷

ম্যাচের ২৮ মিনিটের মাথায় ইউনাইটেডের হয়ে প্রথম গোল মাটিচের৷ ৬৪ মিনিটে হেরেরার পাস থেকে গোল করে স্কোরলাইন ২-০ করেন পোগবা৷ ৭৮ মিনিটে লিংগার্ডের পাস থেকে দলের হয়ে তৃতীয় তথা ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন পোগবা৷ ম্যাঞ্চেস্টার এগিয়ে যায় ৩-০ গোল৷ ৮৮ মিনিটে মউনির পাস থেকে গোল করে ব্যবধান কমিয়ে ৩-১ করেন জোরগেনসেন৷

এই জয়ের সুবাদে ম্যাঞ্চেস্টার ১৯ ম্যাচে ৩২ পয়েন্ট সংগ্রহ করে৷ অন্য ম্যাচে ব্রিটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিরুদ্ধে পাঁচ নম্বরে থাকা আর্সেনাল ১-১ গোলে ড্র করায় তাদের থেকে ইউনাইটেডের ব্যবধান কমে দাঁড়ায় ৬ পয়েন্টের৷

প্রিমিয়ার লিগের অপর ম্যাচে লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুল ৪-০ গোলে হারায় নিউক্যাশল ইউনাইটেডকে৷ দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম ৫-০ গোলে উড়িয়ে দেয় এএফসি বোর্নমাউথকে৷ তিন নম্বরে থাকা ম্যান সিটি ১-২ গোলে হেরে যায় লেস্টার সিটির কাছে৷ চার নম্বরে থাকা চেলসি ২-১ গোলে পরাজিত করে ওয়াটফোর্ডকে৷

Bootstrap Image Preview