Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেষ সময়ে রোনালদোর গোলে রক্ষা পেলো জুভেন্টাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ১০:২৯ AM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ১০:২৯ AM

bdmorning Image Preview


চলতি সিরি-এ’তে যখন ইতালিয়ান জায়ান্টরা প্রথম হারের আতঙ্কে ভুগতে শুরু করেছে, ঠিক তখনই পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন ক্রিশ্চিয়ানো রোনালদো৷বুধবার রাতে ম্যাচের শুরুতেই পড়ে পাওয়া গোলে এগিয়ে গিয়েও জোড়া গোল হজম করে বসে জুভেন্টাস৷ গোদের উপর বিষ ফোড়ার মতো রডরিগো বেন্তাঙ্কুর লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় ১০ জনে খেলতে হয় জুভেন্টাকে৷

দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে মাঠে নেমে ম্যাচের শেষবেলায় গোল করেন সিআর সেভেন৷ হার এড়িয়ে কোনওক্রমে মুখরক্ষা করে জুভেন্টাস৷ একই সঙ্গে এই মৌসুমে সিরি-এ’তে অপরাজিত থাকার রেকর্ড বজায় রাখে ওল্ড লেডি৷

রোনালদো ছাড়াও জুভেন্টাস অপর গোলটি প্রতিপক্ষের কাছ থেকে কার্যত বড়দিনের উপহার হিসাবে গ্রহণ করে৷ম্যাচের একেবারে শুরুতেই আতালান্তা ডিফেন্ডার বেরাত জিমসিটি আত্মঘাতী গোল করে বসলে ম্যাচে ১-০ এগিয়ে যায় জুভেন্টাস৷ আতালান্তার হয়ে দু’টি গোলই করেন ডুভান জাপাটা৷

ম্যাচের ২ মিনিটের মাথায় বেরাত নিজেদের জালে বল জড়িয়ে বসলে জুভেন্টাস শুরুতেই লিড নিয়ে নেয়৷ ১৮ মিনিটে বেন্তাঙ্কুর প্রথমবার হলুদ কার্ড দেখেন ম্যাচে৷ ২৪ মিনিটে জাপাটার গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় আতালান্তা৷ প্রথমার্ধে আর কোনও গোল হয়নি৷

দ্বিতীয়াধের খেলা শুরু হলে ম্যাচের ৫৩ মিনিটে বেন্তাঙ্কুর দ্বিতীয়বার হলুদ কার্ড দেখায় তাঁকে লাল মাঠের বাইরে যাওয়ার নির্দেশ দেন রেফারি৷ ৫৬ মিনিটে গোমেজের পাস থেকে গোল করে জাপাটাই আতালান্তাকে ২-১ গোলে এগিয়ে দেন৷ ৬৫ মিনিটে খেদিরার বদলে মাঠে নামেন রোনালদো৷ ৭৮ মিনিটে চিয়েল্লিনির ক্রস থেকে হেডে গোল করে জুভেন্তাসকে ২-২ সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো৷

ম্যাচের বাকি সময়ে দু’দল মরিয়া প্রচেষ্টা করেও গোল করতে পারেনি৷ জুভেন্তাস চলতি সিরি-এ’তে এই নিয়ে ১৮টি’র মধ্যে দু’টি ম্যাচ ড্র করল৷ বাকি ১৬টি ম্যাচে জয় তুলে নিয়েছে তারা৷৫০ পয়েন্ট নিয়ে যথারীতি লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখে তারা৷

Bootstrap Image Preview