Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বছরজুড়ে আলোড়ন সৃষ্টিকারী রয়টার্সের যেসব ছবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৩:০০ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৩:০০ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


আর মাত্র কয়েকদিন। এর পরই ইতি টানবে ২০১৮ সাল। ১ জানুয়ারি থেকে শুরু হবে নতুন বছর। ২০১৮ সালে ঘটে গেছে অনেক ঘটনা। তবে চলতি বছরের রয়টার্সের আলোচিত ছবি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে। চলুন দেখে নেয়া যাক কী সেই আলোকচিত্রগুলো এবং তাদের পেছনের ইতিহাস।

চলতি বছরের মার্চের ১৫ তারিখে তোলা ছবিটি। সিরিয়ার পূর্বাঞ্চলীয় ঘৌটার বেইত সাওয়া শহরে এক ঘুমন্ত শিশুকে ব্যাগে করে নিয়ে যাওয়া হচ্ছে। যুদ্ধ-বিধ্বস্ত দেশটি থেকে প্রতিনিয়ত পালিয়ে বেড়াচ্ছেন বেসামরিক নাগরিকরা।

১৮ মে, যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের কিলাউয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে লাভা নির্গত হচ্ছে। ভয়াবহ ওই অগ্ন্যুৎপাতে স্রোতের মতো বয়ে যাচ্ছে জ্বলন্ত লাভা।

২৭ এপ্রিল, দুই কোরিয়ার সীমান্তে অবস্থিত যুদ্ধবিরতি গ্রাম পানমুনজমে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে হাত মেলাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জ্যা ইন। দু'দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে প্রথমবারের মতো সাক্ষাত করেন তারা।

১৫ অক্টোবর, পশ্চিম তীরের নাবলাস এলাকার কাছে ইসরায়েলি সেনাবাহিনী একটি স্কুল বন্ধের নির্দেশ দেয়। এতে ক্ষুব্ধ হয়ে এক ফিলিস্তিনি এক ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

মে ২৫, নিউ ইয়র্কের ম্যানহাটন ক্রিমিনাল কোর্টে তোলা হচ্ছে হলিউডের প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনকে। তার বিরুদ্ধে বেশ কয়েকজন অভিনেত্রী যৌন নিপীড়নের অভিযোগ তোলেন।

২৯ অক্টোবর, মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের পথে পাঁচ বছরের এক শিশুকে নিয়ে সুচিয়াতে নদী পার হচ্ছেন এক অভিবাসী।

২২ এপ্রিল, আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী হামলায় আহত এক শিশুর পাশে বসে কাঁদছেন এক ব্যক্তি।

৬ এপ্রিল, নিজেদের ভূমিতে ফিরে যাওয়ার অধিকার আদায়ে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়া ফিলিস্তিনি বিক্ষোভকারীরা।

১৯ মে, ওয়াইন্ডসোর ক্যাসলে সেন্ট জর্জ চ্যাপেলে সদ্য বিবাহিত ব্রিটিশ প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল।

আগস্ট ২০, মিয়ানমারে আটক হওয়া রয়টার্সের সাংবাদিক কিয়াও সো। আদালতের শুনানি শেষে তাকে নিয়ে যাচ্ছে পুলিশ।

Bootstrap Image Preview