Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে শীতার্তদের পাশে ইউএনও

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ১২:৩৬ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ১২:৩৬ PM

bdmorning Image Preview


বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায়  শীতের রাতে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দুস্থ, অসহায়, বৃদ্ধ, এতিম ও প্রতিবন্ধিদের মাঝে কম্বল বিতরণ করেছে ইউএনও শারমিন আখতার। 

জানা যায়, গত রবিবার দিবাগত রাতে নন্দীগ্রাম পৌর এলাকার বাসষ্ট্যান্ড, ওমরপুর সড়ক পাড়া ও কাথমসহ পৌর এলাকার যেসব স্থানে ছিন্নমূল মানুষেরা শীতে কাঁপছিলো তাদের মাঝে হাজির হয়ে ২০০টি কম্বল বিতরণ করেন তিনি। এসময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের।

শীতের রাতে ইউএনও’র নিকট থেকে কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছিন্নমূল মানুষগুলো। তারা ইউএনও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গত দুই দিন যাবৎ রাতে পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তিনি এ কার্যক্রম চালান। দুস্থ, অসহায়, বৃদ্ধ, এতিম, প্রতিবন্ধি ও ছিন্নমূল মানুষদের শীতার্ত শরীরে রাতে কম্বল জড়িয়ে দিয়ে চমক সৃষ্টি করেছেন ইউএনও শারমিন আখতার। 

এবিষয়ে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শারিমন আখতারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারি অনুদানের কম্বল গুলো প্রকৃত শীতার্তদের মাঝে বিতরণের জন্যই রাতে হতদরিদ্রদের আবাসস্থলে গিয়েছিলাম। তিনি আরও বলেন, অসহায় ও ছিন্নমূল মানুষগুলো সাথে আনন্দ ভাগাভাগি করার মূহুর্তগুলো অন্যরকম। 

Bootstrap Image Preview