Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সাভারে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ১২:২১ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ১২:২১ PM

bdmorning Image Preview


সাভারে একটি প্রাইভেটকারসহ এক ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকা অন্য সদস্যরা পালিয়ে গেছে বলে জানা যায়।

সোমবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাভার বাজার বাসস্ট্যান্ডের পুরাতন ওভার ব্রিজের নিচে ট্রাফিক পুলিশের সার্জেন্ট কে এম রফিকুল ইসলাম এ প্রতারক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আটক করেন। আটককৃত ভুয়া ম্যাজিস্ট্রেটের নাম মনির হোসেন (৩৫)।

সাভার আড়াপাড়া মহল্লায় একটি সন্দেশ তৈরীর কারখানায় মনিরসহ ৫ সদস্যের একটি টীম নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজে মোবাইল কোর্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। এসময়  এলাকার লোকজন তাদের অভিযানের বিষয়টি সন্দেহজনক মনে হলে উদ্ধর্তন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। এক পর্যায়ে তারা অভিযান বন্ধ করে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। পরে এলাকাবাসী তাদের ধাওয়া করে প্রতারকদের ব্যবহৃত খয়েরী রংয়ের প্রাইভেটকারটি (ঢাকা-মেট্রো-ঘ-১১-১২০৫) আটক করতে ব্যর্থ হন।

বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ সাভার বাজার বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশকে প্রাইভেটকারের নাম্বার দিয়ে আটক করতে বলেন। এসময় ট্রাফিক সার্জেন্ট কে এম রফিকুল ইসলাম গাড়ির নম্বার দেখে প্রাইভেটকারটি আটক করেন। এ সময় প্রাইভেটকারে থাকা ৪ সদস্য গাড়ি থেকে নেমে দ্রুত পালিয়ে যায়। তবে মূল প্রতারক মনির হোসেন আটক হন।

আটককৃত মনির হোসেনকে সাভার মডেল থানার এস আই এখলাসের নিকট সোর্পদ করেছেন বলে জানান সার্জেন্ট। 

Bootstrap Image Preview