Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কক্সবাজার সমিতি চট্টগ্রামের নির্বাচনী তফশীল ঘোষণা 

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ১১:২৭ AM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ১১:২৭ AM

bdmorning Image Preview


কক্সবাজার সমিতি চট্টগ্রামের নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে।

২০১৯-২০ সালের জন্য আগামী বছরের ১৮ জানুয়ারী সমিতির কর্যকরি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সমিতির গঠনতন্ত্রের ২০ ধারা মতে নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়।

সমিতির নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান নির্বাচন কমিশনার মহিউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায় খসড়া ভোটর তালিকা প্রকাশ ছিল ২০ ডিসেম্বর, খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ ২৫ ডিসেম্বর, আপত্তি নিস্পত্তি ২৭ ডিসেম্বর, চূড়ান্ত ভোটর তালিকা প্রকাশের তারিখ ২৮ ডিসেম্বর, মনোনয়নপত্র ক্রয়ের তারিখ ৩ জানুয়ারী থেকে ৫ জানুয়ারী (দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত), মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ৬ জানুয়ারী সন্ধ্যা ৬ টা পর্যন্ত, মনোনয়ন পত্র বাচাই করা হবে ৭ জানুয়ারী, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ জানুয়ারী, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১০ জানুয়ারী, ভোটগ্রহণের তারিখ ১৮ জানুয়ারী, ওইদিন সন্ধ্যা ৬ টায় ফলাফল ঘোষণা করা হবে।

ওইদিন বিকাল ৩ টায় সমিতির বৌদ্ধ মন্দির সড়কস্থ কার্যালয়ে সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সকল সদস্যদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে।

এতে কার্যকরি পরিষদের পদসমূহে নির্বাচনে অংশগ্রহণকারীদের জন্য মনোনয়নপত্র ক্রয়ের তালিকা হল- সভাপতি ৪০০০ টাকা, সহ সভাপতি ৩৫০০টাকা, সাধারণ সম্পাদক ৩০০০টাকা, যুগ্ম সম্পাদক ২৫০০টাকা, সম্পাদকীয় পদ ২০০০ টাকা ও কার্যকরি পরিষদের সদস্যপদ ১৫০০ টাকা। 

Bootstrap Image Preview