Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশেষ হেলিকপ্টারে বিএনপি প্রার্থী নুরুদ্দিনকে ঢাকায় আনা হলো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৫:২৩ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৫:২৩ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চালানোর সময় বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু হামলায় গুরুতর আহত হয়েছেন। তাকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আসা হয়েছে।

সোমবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শরিয়তপুর থেকে একটি বিশেষ হেলিকপ্টারে নুরুদ্দিনকে ঢাকায় নিয়ে আসা হয়।

গুরুতর আহত মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এপিএস। ওই হামলায় আরও অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

বিএনপি সূত্র জানায়, গুরুতর আহত মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অপুকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নেতাকর্মীদের নিয়ে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুদালপুর থেকে মিছিল করে উপজেলা সদরে যাচ্ছিলেন নুরুদ্দিন। দুপুর পৌনে ১২টার দিকে মিছিলটি সদরের পট্টি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা লাঠি নিয়ে হামলা চালায়। এতে নুরুদ্দিন মাথা ও ঘাড়ে আঘাত পান।

পরে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে কুদালপুর ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকেন্দ্রে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।

এ ছাড়া হামলায় নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে থাকা জামাল উদ্দিন বিদ্যুৎ, মহিলা দলের আহ্বায়ক আল আসমা উল হুসনা, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আরা উর্মি, চৌধুরী মাহফুজুর রহমান উজ্জল, সারোয়ার কাজী, খোকন সরদার, কুটু আকন, মনসুর হাওলাদার, রাসেল মৃধা, রিপন মৃধা, জসিম, সুজন, সাইফুল, আলী হোসেন, শিমুল, জিসান, নিবর আহম্মেদ, রাশেদ তালুকদার, নোমান বেপারী, এনামুল গাজী, ইমামুল গাজী, কাওসার বন্দুকসি, খান মো. রিয়াদ, যুবদলের ইউসুফ বকাউল, রিপন বেপারী, বাবুল ঢালী, খলিল ভূঁইয়া, নেতা ফারুক, শিশু শামীমসহ বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ জানান, নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচারণায় গোসাইরহাট বাসস্ট্যান্ডের সামনের সড়কে আসেন নুরুদ্দিন আহম্মেদ অপু। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের আঘাতে নুরুদ্দিন আহম্মেদ অপুর মাথা ফেটে যায়।

গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিকদার বলেন, আমরা আমাদের প্রার্থী নাহিম রাজ্জাকের সাথে নাগেরপাড়ায় আছি। আমাদের ধারণা, বিএনপির দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, বিএনপি ও আওয়ামী লীগের মুখোমুখি মিছিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। হামলায় বিএনপির প্রার্থী নুরুদ্দিন অপু আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।

Bootstrap Image Preview