Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঐক্যফ্রন্ট প্রার্থীর জনসংযোগে হামলা, পুলিশ-সাংবাদিকসহ আহত ৩০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৫:০৯ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৫:০৯ PM

bdmorning Image Preview


লক্ষ্মীপুর-৩ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পুলিশ।

সোমবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার শান্তিরহাট বাজারে গণসংযোগকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। 

এ ঘটনায় ঐক্যফ্রন্ট প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ তিন সাংবাদিক, বিএনপি, যুবদল, ছাত্রদল ও আওয়ামী লীগ নেতাকর্মীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ছাড়া দাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আবদুর রাজ্জাক ও এক কনস্টেবল আহত হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঐক্যফ্রন্ট প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী নিজ বাসা থেকে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে বের হন। এ সময় সদর উপজেলার শান্তিরহাট বাজারে পৌঁছালে তাদের উপর হামলা চালানো হয়। এ সময় পর্যায়ে বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী অভিযোগ করেন, পূর্ব নিধারিত গণসংযোগ চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর হামলা চালায়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তিনি।

অপরদিকে, হামলার কথা অস্বীকার করে কুশাখালী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুরুল আমিন জানান, বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় আওয়ামী লীগ ও যুবলীগের অন্তত ১২-১২ নেতাকর্মী আহত হয়েছেন।

দাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবদুল মতিন জানান, কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Bootstrap Image Preview