Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জয়পুরহাটের আ'লীগের ৫টি নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৪:১০ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৪:১০ PM

bdmorning Image Preview


জয়পুরহাটের দুই উপজেলার আওয়ামী লীগের ৫টি নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

রবিবার দিবাগত গভীর রাতের বিভিন্ন সময়ে এ ঘটনাগুলো ঘটে বলে অভিযোগ করেছেন জয়পুরহাট আওয়ামী লীগের নেতাকর্মীরা।

জেলার সদর উপজেলার চকবরকত ইউনিয়নের ভুটিয়াপাড়া, ভাদসা ইউনিয়নের পালি আদিবাসী মোড়, পুরানাপৈল ইউনিয়নের পুরানাপৈল বাজার এবং পাঁচবিবি উপজেলার পারইল ও কাথইল গ্রামে এসব ঘটনা ঘটে।

তবে এসব ঘটনা সম্পর্কে পুলিশ অবগত হলেও সোমবার দুপুর পর্যন্ত শুধু সদর উপজেলার চকবরকত ইউনিয়নের ভুটিয়াপাড়ার ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে জয়পুরহাট সদর থানা পুলিশের ওসি সিরাজুল ইসলাম জানান, আওয়ামী লীগের ৫টি নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনার অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত অব্যাহত রেখেছে।

এর মধ্যে ভুটিয়াপাড়ার ঘটনায় সদর উপজেলার চকবরকত ইউনিয়নের সদস্য (ইউপি সদস্য) আলাল বাদী হয়ে মামলা করেছে বলে জানান তিনি।

এ ছাড়া পাঁচবিবি উপজেলার দুটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পুলিশ আইনি পদক্ষপে গ্রহণ করবে বলে জানান তিনি।

Bootstrap Image Preview