Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় গরীব-দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৪:০৩ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৪:০৩ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সেনা জোনে গুইমারা রিজিয়ন কর্তৃক সেনাবাহিনীর উদ্যোগে বিভিন্ন এলাকায় গরীব, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, কম্পিউটার প্রশিক্ষণ ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মাটিরাঙ্গা নব উদ্বোধনকৃত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রস্থ মাঠে গুইমারা রিজিয়ন কমান্ডার-বিগ্রেডিয়ার জেনারেল একে এম সাজেদুল ইসলাম উপস্থিত থেকে কম্বল বিতরণ, কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন।

এসময় প্রশিক্ষণার্থীদের ১০টি কম্পিউটার এবং ১১ টি সেলাই মেশিন দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে গুইমারা রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল একে এম সাজেদুল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সজাগ। পাহাড়ে যেকোন প্রতিকুল পরিস্থিতি মোকাবেলা করতে সেনাবাহিনী সদা প্রস্তুত। একটি কুচক্রি মহল পাহাড়ে জুম্মল্যান্ড তৈরির অপচেষ্টা করছে তাদের এই অপচেষ্টা কে বাস্তাবায়িত হতে দেয়া যাবে না।

তিনি আরো বলেন, এই জনপদে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নত করতে কর্মসংস্থানমূলক এসব কর্মকাণ্ড অব্যাহত থাকবে, পাহাড়ে টেকসই উন্নয়নের জন্য নারী-পুরুষের উভয়ের সহাবস্থান প্রয়োজন। উভয়ের সকল কাজে সমান সুযোগ দিতে হবে। তবেই উন্নয়ন তরান্বিত করা সম্ভব হবে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা সেনা জোনের জোন কমান্ডার, মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার পিএসসি জি.মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার বিভিষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা উপজেলা পৌরসভার মেয়র মোঃ সামছুল হক মাটিরাঙ্গা থানার সিনিয়র সার্কেল সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় মাটিরাঙ্গা প্রত্যন্ত অবহেলিত এলাকার পাহাড়ি-বাঙ্গালি গরীব ও দুস্থদের মাঝে ২১০ টি শীতের কম্বল বিতরণ করা হয়।

Bootstrap Image Preview