Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৯ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৩:২১ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৩:২১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


প্রায় নয় ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে রাজশাহী, ঢাকা ও দক্ষিণাঞ্চলের সব রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে, বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলস্টেশনে ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ভোর সাড়ে ৫টার দিকে সান্তাহার পৌঁতা রেলগেট এলাকা অতিক্রম করার পরপরই ট্রেনের মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। 

বাংলাদেশ রেলওয়ে সান্তাহার স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে এসব রুটে রেল চলাচল সাময়িক বন্ধ ছিলো। পরে উদ্ধারকারী ট্রেন দিয়ে বগিটি সরিয়ে নিলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

Bootstrap Image Preview