Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে পাট কারখানার আগুন নিয়ন্ত্রণে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৩:১১ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৩:১১ PM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া বাজারে সারাহ্ কম্পোজিট মিলস লিমিটেড কারখানার (পাটজাত দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান) আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার সকাল ৬টার দিকে কারখানাটির ব্রেকিং কার্ড কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বেলা সোয়া ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কারখানার জৈষ্ঠ উৎপাদন কর্মকর্তা আমিনুল হক জানান, ভোর পৌনে ৬টার দিকে কারখানার কর্মচারীদের একটি শিফট বিদায় হচ্ছিল। এ সময় আরেকটি শিফটের কর্মীরা কারখানার ভেতরে ঢুকছিল। এ সময়ের মধ্যে কারখানাটির মূল ভবনের ব্রেকিং কার্ড রুমে অগ্নিকান্ডের সৃষ্টি হয়।

তিনি আরও জানান, বেলা সোয়া ১১টায় জয়দেবপুর, শ্রীপুরের মাওনা ও ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

প্রথমে ওই কারখানার শেডে আগুণ লাগে। পরে দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। গুদামে থাকা সূতা, পাট ও পাটজাত পণ্য, বিভিন্ন দাহ্য উপকরণ, কারখানার ভেতরে থাকা মেশিন ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এখন ফায়ার সার্ভিসের কর্মীরা ডাম্পিংয়ের কাজ করছেন।

শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমীন জানান, এখনো পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

Bootstrap Image Preview