Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনী প্রচারণায় পরিবেশ দূষণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৪:৩০ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৪:৩০ PM

bdmorning Image Preview


 

টেকনােফ থেকে তেতুলিয়া, নির্বাচনের আমেজ সর্বত্র। প্রতি মুহুর্তেই বাড়ছে নির্বাচনী উত্তাপ। রাজনীতিক, চাকরিজীবী, ব্যবসায়ী থেকে শুরু করে সবার গায়ে নির্বাচনী হাওয়া দোল খাচ্ছে। প্রায় ১ হাজার ৮৪১ জন প্রার্থী তাদের প্রচারণায় পাল্লা দিয়ে ব্যাবহার করে যাচ্ছে পোষ্টার ও মাইক। এরই সঙ্গে বাড়ছে পরিবেশ দূষণ।

মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৪১ লাখ। গত ১০ বছরে ভোটারের সংখ্যা বেড়েছে ২ কোটি ৩১ লাখ।

 

বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির ঢাকা অঞ্চলে ৩০০-র বেশি সদস্য বা ছাপাখানা রয়েছে। বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে (২০০৮) এসব ছাপাখানা থেকে প্রায় ৩ কোটির বেশি পোস্টার ছাপানো হয়েছিল, যার আর্থিক মূল্য ছিল প্রায় ১০ কোটি টাকা। এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৫ কোটি টাকার পোষ্টার ছাপা হতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করেছে।

বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে (২০০৮) এসব ছাপাখানা থেকে প্রায় ৩ কোটির বেশি পোস্টার ছাপানো হয়েছিল, যার আর্থিক মূল্য ছিল প্রায় ১০ কোটি টাকা। বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির ঢাকা অঞ্চলে ৩০০-র বেশি সদস্য বা ছাপাখানা রয়েছে।

 

 

Bootstrap Image Preview