Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যোগ্য মনে করলে আমাকে ভোট দেবেন: মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ১২:৩১ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ১২:৩১ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


আমি আপনাদের সন্তান। আমার প্রতীক নৌকা। এই নৌকা প্রতীকে আপনারা আমাকে যোগ্য মনে করলে ভোট দেবেন বলে আহ্বান করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজা।

শনিবার বিকালে আওয়ামী লীগের আয়োজনে লোহাগড়া পাড়ের কালনাঘাটে তিনি এ কথা বলেন।

মাশরাফি বলেন, প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন। আপনারা আমাকে যদি যোগ্য মনে করেন, তা হলে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

এর আগে শনিবার ঢাকা থেকে দুপুর আড়াইটার দিকে তিনি নড়াইলের কালনাঘাটে এসে পৌঁছেন। তিনি নিজ নির্বাচনী এলাকায় পৌঁছেই নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রচার শুরু করেছেন।

বিশেষভাবে সজ্জিত একটি নৌকায় চড়ে মধুমতি নদী পার হয়ে কালনাঘাট দিয়ে নড়াইলে এসেছেন মাশরাফি। মাশরাফির আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও তার ভক্তরা কালনাঘাট থেকে লোহাগড়া মোল্যার মাঠ পর্যন্ত হাজার হাজার মানুষ উৎসবমুখর পরিবেশে তাকে বরণ করেন।

Bootstrap Image Preview