Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জয় দিয়ে বছর শেষ করল লিভারপুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০১:২২ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০১:২২ PM

bdmorning Image Preview


বছর শেষে আর্সেনাল আর নতুন বছরের শুরুতে ম্যাঞ্চেস্টার সিটি৷ প্রিমিয়ার লিগের অন্যতম দুই সেরা ক্লাবের মুখোমুখি হওয়ার আগে দারুণ ছন্দে লিভারপুল৷ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে উড়িয়ে লিগ শীর্ষে আগেই ওঠা হয়ে গিয়েছিল৷ এবার উলভারহ্যাম্পটনকে হারিয়ে দু’নম্বরে থাকা ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে পয়েন্ট পার্থক্য বাড়িয়ে নিল রেডসরা৷ সেই সঙ্গে লিগের মগডালে থেকে ক্রিসমাস উৎসবে পা রাখল লিভারপুল৷

শুক্রবার রাতে উলভারহ্যাম্পটনের বিরুদ্ধে সালাহরা ম্যাচ জিতল ২-০ ব্যবধানে৷ এই জয়ের ফলে ১৮ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে লিভারপুল৷ ১৭ ম্যাচে ৪৪ পয়েন্টে দু’নম্বরে গুয়ার্দিওয়ালার ম্যাঞ্চেস্টার সিটি৷

এদিন ম্যাচের প্রথমার্ধে ১৮ মিনিটের মাথায় লিভারপুলকে এগিয়ে দেন মোহম্মদ সালাহ৷ ডি-বক্সের বাইরে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিয়ানোর ঠিকানা লেখা পাস থেকে গোল করে যান মিরশীয় মেসি৷ উলভারহ্যাম্পটন গোলরক্ষক দারুণ রিফ্লেক্স দেখালেও সালাহ’র বাঁ-পায়ে শট আটকাতে পারেননি৷ এর আগে ১৩ মিনিটে সহজ সুযোগ পেয়ে উলভস স্ট্রাইকার রোমেন গোলকিপারের হাতে মেরে বসেন৷ দ্বিতীয়ার্ধে সালাহ’র দূরপাল্লা শটে পা ঠেকিয়ে লিভারপুলের পক্ষে স্কোরলাইন ২-০ করেন ভার্গিল৷

শনিবার রাতে ম্যাঞ্চেস্টার সিটির প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস৷ সেই ম্যাচ জিতে ৪৭ পয়েন্টে শেষ করলেও ক্রিসমাস উৎসবের প্রাক্কালে লিগের মগডালে পৌঁছানোর সুযোগ নেই৷ বুধ সন্ধ্যায় অবশ্য দু’দলেরই ম্যাচ রয়েছে৷ ক্রিসমাস সপ্তাহের শেষে শীর্ষে কে, সেটা অবশ্য সেই ম্যাচ শেষেই জানা যাবে৷

Bootstrap Image Preview