Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বেল কারিশমায় ক্লাব ফুটবলের ফাইনালে রিয়াল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০১:৪৬ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০১:৪৬ PM

bdmorning Image Preview


বুধবার রাতে সেমিফাইনালে এশিয়ান ক্লাব চ্যাম্পিয়ন কাশিমা আন্টলারসকে ৩-১ গোলে উড়িয়ে সান্টিয়াগো সোলারির দল। এই ম্যাচে হ্যাটট্রিক গোলের দেখা পেয়েছেন গ্যারেথ বেল। ফলে তৃতীয়বারের মত ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।

সংযুক্ত আরব আমিরাতের মাঠ শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্ত বজায় রোখে রিয়াল। তবে কিছুতেই গোলের দেখা পাচ্ছিলনা তারা। অপেক্ষায় অবসান ঘটে ম্যাচের ৪৪তম মিনিটে। এ সময় মার্সেলোর কাছ থেকে থ্রু বল পেয়ে ট্রিকি এঙ্গেল থেকে দারুণ গোল করে রিয়াল শিবিরে স্বস্তি এনে দেন বেল। 

বিরতী থেকে ফিরেই দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করে হ্যাটট্রিক পূরণ করেন বেল। প্রথমটি ম্যাচের ৫৩ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুুলে ডি বক্সের ভেরত বল পেয়ে গোল করেন তিনি। ফলে কারিশমার সাথে তাদের ব্যবধান দাঁড়ায় ২-০।

৫৫ মিনিটে মার্সেলোর ক্রস থেকে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি। ৬ গোল করে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। ৭ গোল করে সবার উপরে রয়েছেন রোনালদো।

ম্যাচের ৭৮ মিনিটে কারিশমার হয়ে দই একটি গোল শোধ করেন। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে রিয়াল মাদ্রিদ। ফাইনালে রিয়ালের প্রতিপক্ষের নাম সংযুক্ত আরব আমিরাতের আল আইন ক্লাব।

Bootstrap Image Preview