Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিজের নির্বাচনী পোস্টার সরানোর অনুরোধ করেছেন মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ১০:৫১ AM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ১০:৫২ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। নির্বাচনী প্রচারণায় টানানো দেয়াল ও বিদ্যুতের খুঁটি থেকে নিজের পোস্টার সরিয়ে ফেলতে দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি

নির্বাচনী প্রচারে এটি আচরণবিধির লঙ্ঘন বলেই এ অনুরোধ করেছেন জাতীয় ক্রিকেট দলের এ অধিনায়ক।

আওয়ামী লীগের নড়াইল জেলা শাখার কার্যনির্বাহী পরিষদ সদস্য এবং মাশরাফির নির্বাচনী প্রচারের সমন্বয়ক সৌমেন বসু জানান, দেয়াল ও বিদ্যুতের খুঁটি থেকে নির্বাচনী পোস্টার সরিয়ে ফেলার নির্দেশনা দিয়েছেন মাশরাফি।

তার নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে বুধবার সকাল থেকে এলাকার বিভিন্ন দেয়াল ও বিদ্যুতের খুঁটি থেকে নির্বাচনী পোস্টার অপসারণে মাঠে নেমেছেন দলীয় কর্মী-সমর্থকরা।

এদিকে আগামী রবিবার থেকে মাশরাফি নির্বাচনী প্রচারে নিয়মিত হবেন বলে জানান সৌমেন বসু।

তিনি আরও জানান, আজ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নড়াইলের লোহাগড়া উপজেলার জনসাধারণের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন। ওই সময় দলীয় প্রধানের সঙ্গে থাকবেন মাশরাফি।

Bootstrap Image Preview