Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সতীর্থদের প্রশংসায় যা বললেন মেসি 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৯ AM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৯ AM

bdmorning Image Preview


লিওনেল মেসি আপ্লুত। জীবনে পঞ্চম বার ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘সোনার শু’ পেয়ে। এ পুরস্কার হাতে নিয়ে বলেন, ফুটবল জীবনে এতটা সফল হবে ভাবতে পারেননি।

লা লিগায় ২০১৭-১৮ মৌসুমে আর্জেন্টাইন মহাতারকা ৩৪ গোল করেন। এই একই পুরস্কার ক্রিশ্চিয়ানো রোনালদো জিতেছেন চার বার। গত বার সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের দৌড়ে মেসির সঙ্গে লড়াইটা হয়েছে লিভারপুলের মোহম্মদ সালাহর। যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে গোল করেন ৩২টি।

এর আগে মেসি ২০০৯-১০ মৌসুমে প্রথমবার গোল্ডেন বুট জয়ের স্বাদ পেয়েছিলেন লিওনেল মেসি। পরবর্তী সময়ে ২০১১-১২ এবং ২০১২-১৩ মৌসুমে টানা দুইবার ঘরোয়া লিগে সর্বোচ্চ গোলের পুরস্কারটি নিজের করে নিয়েছিলেন বার্সেলোনার এই মহাতারকা। সবশেষ ২০১৬-১৭ মৌসুমে চতুর্থ গোল্ডেন বুট জয় করেছিলেন।

মঙ্গলবার বার্সেলোনায় এক অনুষ্ঠানে পুরস্কার নিয়ে মেসি বলেছেন, ‘‘খেলা শুরুর করার সময় এত সফল হব ভাবিইনি। আমার শুধু স্বপ্ন ছিল একজন পেশাদার ফুটবলার হওয়ার। কিন্তু এত কিছু করে ফেলব কখনও মাথায় আসেনি।’’

মেসি আরও বলেছেন, ‘‘ফুটবলে ভাল কিছু করার জন্য প্রচুর খেটেছি। তবে সবার উপরে আমার সতীর্থদের কথাই বলব। আমার পাশে বিভিন্ন পজিশনে যারা খেলেছে তারা সবাই এক-একজন বিশ্বসেরা। যা আমার কাজ অনেক সহজ করে দিয়েছে। এই পুরস্কারটাও ওদের জন্যই পেলাম।’’

মেসির গোল এবং অসাধারণ ফুটবলের সৌজন্যেই মৌসুমের পর মৌসুম বার্সেলোনা লা লিগা জিতেছে। তুলেছে কোপা দেল রে-র ট্রফিও। এই মৌসুমেও মেসি নিয়মিত গোল করে যাচ্ছেন। এখন পর্যন্ত তাঁর মোট গোলের সংখ্যা ১৪। ইউরোপের কোনও লিগে এ বার এখনও পর্যন্ত কেউ এত গোল করতে পারেননি। 

নতুন মৌসুমেও দুর্বার ৩১ বছর বয়সী ফরোয়ার্ড মেসি। এরইমধ্যেই ১৪ গোল করে ফেলেছেন তিনি। সেই সঙ্গে পাঁচবার গোল্ডেন বুট জিতে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে এককভাবে শীর্ষে অবস্থান করছেন মেসি।

Bootstrap Image Preview