Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মোরিনহোকে ছেঁটে ফেলল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৫০ AM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৫০ AM

bdmorning Image Preview


মৌসুমের মাঝপথেই হোসে মোরিনহোকে কোচের পদ থেকে ছেঁটে ফেলল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড৷ রবিবার প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলের কাছে ১-৩ গোলে হারার পরেই পর্তুগীজ কোচকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় ম্যান ইউ৷ সোশ্যাল মিডিয়ায় মোরিনহোর ক্লাব ছাড়ার কথা জানিয়ে দেওয়া হয় ইউনাইটেডের তরফে৷

গত ২৮ বছরে প্রিমিয়ার লিগে সব থেকে খারাপ শুরু করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড৷ ১৭ ম্যাচের মাত্র ৭টিতে জিতেছে রেড ডেভিলসরা৷হেরেছে পাঁচটি ম্যাচ৷ ড্র’করেছে পাঁচটিতে৷ ২৬ পয়েন্ট নিয়ে ম্যান ইউ রয়েছে লিগ টেবিলের ৬ নম্বরে৷শীর্ষে থাকা লিভারপুলের (১৭ ম্যাচে ৪৫ পয়েন্ট) থেকে ১৯ পয়েন্ট পিছনে রয়েছে তারা৷ সুতরাং লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড় থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে তারা৷ এমনকি প্রথম চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগ খেলার আশাও কমছে ইউমাইটেডের৷ চার নম্বরে থাকা চেলসির (১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট) থেকেও ১১ পয়েন্ট পিছনে রয়েছে ম্যাঞ্চেস্টার৷

মোরিনহোর বিদায়ের কথা ঘোষণা করে ম্যান ইউ’এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানানো হয়, ‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরফে মোরিনহোর ক্লাব ছাড়ার কথা জানানো হচ্ছে৷ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে কাজের জন্য মোহিরনহোকে ধন্যবাদ জানাই৷ ভবিষ্যতে ওনার সাফল্য কামনা করি’

মোরিনহোর সহকারী মাইকেল ক্যারিক আপাতত ইউমাইটেড কোচের ভূমিকা পালণ করবেন৷ পরে স্থায়ী ম্যানেজার নিয়োগের জন্য আবেদন জানাবে ক্লাব৷

মোরিনহো সরে যাওয়ার পর ম্যাঞ্চেস্টারের সম্ভাব্য পরবর্তী কোচ হিসাবে ইতিমধ্যেই জিদানের নাম উঠতে শুরু করেছে৷ আর্সেন ওয়েঙ্গারের প্রিমিযার লিগে ফেরার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ ম্যাঞ্চেস্টার কোচ হিসাবে আড়াই বছরের সময়কালে মোরিনহো একটি ইউরোপা লিগ জিতেছে৷ গত মৌসুমে প্রিমিয়ল লিগে রানার্স হয়েছে তারা৷ রানার্স হয়েছে এফএ কাপেও৷

Bootstrap Image Preview