Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আপিল বিভাগের ‘নো অর্ডার’, নির্বাচন করতে পারছে না মুন্নুকন্যা রিতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৬:২৬ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৬:২৬ PM

bdmorning Image Preview


মানিকগঞ্জ- ৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খান রিতার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসির দেয়া সিদ্ধান্ত স্থগিতের মাধ্যমে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের ওপর ‘নো অর্ডার’ আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (১৭ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চে আদেশ দেওয়া হয়।

এ আদেশের ফলে প্রয়াত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নুর মেয়ে রিতা নির্বাচন করতে পারছেন না। এদিন আদালতে সোনালী ব্যাংকের পক্ষে ছিলেন, আইনজীবী কাজী আকতার হামিদ।

অন্যদিকে রিতার পক্ষে ছিলেন, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে রিট করে সোনালী ব্যাংক।

১২ ডিসেম্বর এ রিটের শুনানি নিয়ে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ তার মনোনয়নপত্র বৈধ করার ওপর স্থগিতাদেশ দেন। এর বিরুদ্ধে তিনি আপিল বিভাগে পুনরায় আবেদন করেন রিতা।

সাটুরিয়ার ৯ ও জেলা সদরের ৮টি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ- ৩ আসন।বাবা মারা যাওয়ায় রিতা এবার দলীয় মনোনয়ন পান। তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

গুরুত্বপূর্ণ এ আসনে প্রয়াত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু ২০০১ সালে বিপুল ভোটে নির্বাচিত হন। বিএনপির ঘাঁটি এ আসনটি ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে হাতছাড়া হয়ে চলে যায় নৌকার দখলে।

Bootstrap Image Preview