Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সালমান শাহ হত্যার বিচার চেয়ে ভক্তদের সংবাদ সম্মেলন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৫:৫২ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৩ PM

bdmorning Image Preview


শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

চিত্রনায়ক সালমান শাহ হত্যার বিচার চেয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন করেছে সালমান শাহ্ ভক্ত ঐক্যজোট ও সালমান শাহ ভক্ত 'আমরা সবাই শ্রীমঙ্গল ইউনিট'।

সালমান শাহ্ ভক্ত মো. আল আমিন সম্মেলনে এক লিখিত বক্তব্যে বলেন, আমি দুঃখ-ভরাকান্ত হৃদয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে প্রায়াত জনপ্রিয় চিত্র নায়ক সালমান শাহ’র হত্যার ন্যায় বিচার প্রত্যাশায়।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২৩ বছর পূর্বে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ নৃসংশ হত্যাকাণ্ডের শিকার হন। এই ২৩ বছর এই হত্যাকান্ডকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ার অপচেষ্টা হয়েছে। কিন্তু আমরা বরাবরই একে হত্যাকাণ্ড হিসেবে বিচার দাবি করে আসছিলাম। কিন্তু মামলার তদন্তের ধীরগতি, দফায় দফায় সময় নির্ধারণ করে এই চাঞ্চল্যকর হত্যার বিচার ২৩ বছর ঝুলে রাখা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী যখন এই হত্যাকাণ্ডের কু বের করতে ব্যর্থ ঠিক সেই সময় গত কয়েক বছর আগে আমেরিকা প্রবাসি জনৈক রুবি সুলতানা (যিনি মামলার এজাহারভুক্ত ৮ নং আসামি) সামাজিক যােগাযােগ মাধ্যমে কয়েক দফা ভিডিও বার্তায় এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করে অন্য জড়িতদের নাম প্রকাশ করেন।

আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, এই বার্তার সূত্র ধরে বর্তমান তদন্ত সংস্থার কর্তৃক এখন পর্যন্ত মামলার কোন অগ্রগতি হয়েছে- তা দৃশ্যমান হয়নি। সখিদ্ধ কোন আসামিকে জিজ্ঞাসাবাদ করতে বা আত্মস্মৃকিত কোন আসামীকে আটক বা আসামীদের বর্তমান অবস্থানে খোঁজ নেয়ার কোন খবরও আমরা জানতে পারিনি। এরই মধ্যে বর্তমান পিবিআইর দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা বনজ কুমার মজুমদার (ডিআইজি) কর্তৃক আগামী ১৮ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন খিলের সর্বশেষ তারিখ ধার্য রয়েছে। গানের শিং এই বিচারকার্য প্রলম্বিত করার হাতে আবারও হয়তো সময়ক্ষেপণ করা হতে পারে।

আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন এই আসঙ্কাকে আরো বাড়িয়ে তুলেছে। যদি তাই হয় তাহলে আপনাদের মাধ্যমে দেশের রাষ্ট্র, সরকার, সাধারণ জনগণ সবার কাছে একটাই প্রশ্ন- আর কত? ৪ দশক পর হলেও জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন হয়েছে। বিচার হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার হীনতার সংস্কৃতি থেকে জাতি হিসেবে বাংলাদেশ বেড়িয়ে আসতে সক্ষম হয়েছে। তাহলে চিত্রনায়ক সালমান শাহ হত্যার বিচারের বাণী ২৩ বছর ধরে কেন নিরবে নিভৃতে কাদবে? কোন অজুহাত নয়। দেশের অগ্রগতিতে বিশ্ব আজ অবাক। আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপনের মাধ্যমে বাংলাদেশ প্রযুক্তির চরম উৎকর্ষে পৌঁছেছে। কিন্তু এই বিচার ক্ষেত্রে কেন আমাদের ২৩ বছর অপেক্ষা করতে হচ্ছে?

তিনি বলেন, আমাদের মা, প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের সকল সালমান শাহর ভক্তদের পক্ষে আকুল আবেদন আপনি এই বিচারকার্যে হস্তক্ষেপ করুন। আমরা চাই ১৮ ডিসেম্বরই তদন্ত প্রতিবেদন জন সম্মুখে প্রকাশ করা হােক। খুনিদের মুখোশ উন্মোচনের মাধ্যমে এই বিজয়ের মাসে আমরা আরেকটি বিজয় উত্যাপন করতে অধির আগ্রহের সাথে অপেক্ষা করছি।

Bootstrap Image Preview