Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে ৫ জনকে কোপাল দুর্বৃত্তরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৫:০১ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৫:০১ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জ ভৈরবের কালিকাপ্রসাদ এলাকায় মসজিদের ভেতরে প্রবেশ করে পাঁচ মুসল্লিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রবিবার (১৬ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের অার্দশপাড়া এলাকার খেয়াঘাট জামে মসজিদে এ ঘটনাটি ঘটে।

অাহতরা হলেন- কালিকাপ্রসাদের অার্দশপাড়া এলাকার মনু উদ্দিনের ছেলে নীল মিয়া ও ইসমাঈল মিয়া, একই এলাকার অাল বাহার মিয়ার ছেলে সফিক, সাঈদ মিয়ার ছেলে লিয়াকত মিয়া, অাব্দুল হেলিম মিয়ার ছেলে মুসলিম মিয়া। এ ঘটনায় গুরুতর অাহত নীল মিয়াকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গতকাল রাতে কালিকাপ্রসাদ অাদর্শপাড়া খেয়াঘাট জামে মসজিদে এশার নামায অাদায় করার মুহুর্তে ৪-৫ জন লোক হঠাৎ দেশি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে ৫ জনকে গুরুতর অাহত করেছে দুর্বৃত্তরা। অাহতদের চিৎকার শুনে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিৎকিসার জন্য নিয়ে যায়।

প্রতক্ষ্যদর্শী মসজিদের মুসুল্লি মহরম অালী জানান, এশার অাযানের পর নামায অাদায়ের জন্য মসজিদে যাই। যখন নামায শুরু হয় তখন হঠাৎ অাদর্শপাড়ার একরাম হোসেনের বাড়ির শিকদার, জসিম, অাজগর, অাঙ্কেল অালীসহ কয়েকজন রামদা দিয়ে পেছন দিক থেকে প্রথমে কোপ দেয় নীল মিয়াকে, তারপর ইসমাঈল, সফিক, লিয়াকত, মুসলিম তাদেরকে কুপিয়ে গুরুতর অাহত করে তারা।

পরে তাদের চিৎকারে মসজিদের সকল মুসুল্লিরা নামায ছেড়ে অাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে অাসি। তিনি অারো জানান পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফেরদৌস হায়দার জানান, অাহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে অাসলে তাৎক্ষণিক তাদের জরুরি চিকিৎসা সেবা দেয়া হয়। তাদের মধ্য গুরুতর অাহত নীল মিয়াকে প্রাথমিক সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview