Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অভিবাসী কর্মীদের বহির্গমন ও প্রত্যাবর্তনে সম্মানজনক পরিবর্তন আনবে কর্মসংস্থান মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৪ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৪ PM

bdmorning Image Preview


‘বিদেশ ফেরত অসুস্থ, আহত ও অসহায় নারীসহ সকল অভিবাসী কর্মীদের উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ উন্নয়ন সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।' ১৭ ডিসেম্বর সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান।

তিনি বলেন, অভিবাসী কর্মীদের বহির্গমন ও প্রত্যাবর্তন সম্মানজনক ও সুষ্ঠু করার জন্য মন্ত্রণালয় আন্তরিক উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে বিমানবন্দরে ডেস্কসমূহে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে মন্ত্রণালয় কাজ করছে। বিমানবন্দরে কর্মীদের যেন কেউ অসম্মান বা তাকে নিয়ে টানা হেঁচড়া অথবা হয়রানি না করতে পারে, এ লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নাধীন আছে।

তিনি আরো বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স জাতীয় উন্নয়নের অগ্রগতিকে আরও ত্বরান্বিত করছে। আপনারা জানেন সরকারের উদ্যোগ ও কর্মকাণ্ডে সাম্প্রতিককালে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন বিবেচনায় নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। আমাদের এ সাফল্যে প্রবাসী কর্মীদের পাঠানো রেমিটেন্সের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আন্তর্জাতিক শ্রমবাজারে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় মন্ত্রণালয় সফলভাবে কাজ করছে । ক্রমান্বয়ে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির ফলে বাংলাদেশ ব্যাংকে সঞ্চিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে যা আমাদের অর্থনীতিকে দাঁড় করিয়েছে শক্ত ভিত্তির ওপর।

শ্রমবাজার ব্যাপকভাবে বহুমুখীকরণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের সর্বাত্মক প্রয়াস ও অব্যাহত প্রচেষ্টার ফলে বৈদেশিক শ্রমবাজারে ব্যাপকভাবে বহুমুখীকরণ হয়েছে। বর্তমানে সরকার বিগত আমলে দায়িত্ব গ্রহণের সময় ৯৭টি দেশে কর্মী পাঠানো হতো, এখন ১৬৮টি দেশে কর্মী পাঠানো হচ্ছে। বর্তমান সরকারের শ্রম ও কূটনীতির সাফল্যের কারণে এই অর্জন সম্ভব হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অর্থ ও প্রশাসন) আমিনুল ইসলাম, অতিরিক্ত সচিব (কর্মসংস্থান) ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বিএমইটি মহাপরিচালক সেলিম রেজা প্রমুখ।

Bootstrap Image Preview