Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শাহ আমানত বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০১:৫৪ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০১:৫৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৪ কেজি ২৫৬ গ্রাম স্বর্ণসহ ১ জনকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।

আজ রবিবার(১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের (বিজি ১৪৮) একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর শাখার সহকারি কাস্টমস কমিশনার মাহবুবুর রহমান বলেন, কাস্টমস কমিশনার ড. এ কে এম নুরুজ্জামানের দেওয়া তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের যাত্রী মো. শওকত আকবরের (পাসপোর্ট নং- বিআর ০৩৯২৩৪৭) ব্যাগের ভিতর থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, ওই ব্যাগে থাকা ফুড ব্লেন্ডার মেশিনের মোটর খুলে ৩ কেজি ৪৪০ গ্রাম সিলভার প্রলেপযুক্ত গোল আকৃতির স্বর্ণ পাওয়া যায়। এছাড়া খেলনা পিয়ানো ও ডিভিডি প্লেয়ারের অ্যাডাপ্টারের ভিতর থেকে ৭০০ গ্রাম সিলভার প্রলেপযুক্ত ইংরেজি অক্ষরের ‘ই’ আকৃতির স্বর্ণ এবং যাত্রীর মোবাইল তল্লাশি করে ১টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা হতে পারে বলে জানা গেছে।

Bootstrap Image Preview