Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

লেভান্তের বিপক্ষে মেসির হ্যাটট্রিকে বার্সার বড় জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:২০ AM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:২০ AM

bdmorning Image Preview


নিজের হ্যাটট্রিক আর পাশাপাশি সতীর্থদের দিয়ে দুটি গোল-জাদুকরী ফুটবলে দারুণ এক রাত উপহার দিলেন লিওনেল মেসি। রোববার রাতে লা লিগায় ৫-০ গোলে লেভান্তেকে তাদের ঘরের মাঠে বিধ্বস্ত করে আরেকটা জয় উপহার দিলেন কাতালানদের।

ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পেয়েছিল বল দখলে পিছিয়ে থাকা লেভান্তে। ৩২তম মিনিটে ঘানার ফরোয়ার্ড এমানুয়েল বোয়াটেংয়ের শট ক্রসবারে লেগে ফেরে। এর তিন মিনিট পরেই দারুণ এক গোলে এগিয়ে যায় অতিথিরা। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে দুজনকে কাটিয়ে আড়াআড়ি গিয়ে পেনাল্টি স্পটের কাছে ক্রস বাড়ান মেসি। আর ভলিতে আসরে নিজের একাদশ গোলটি করেন লুইস সুয়ারেজ। এখান থেকেই শুরু মেসি ম্যাজিক। এরপর গুনে গুনে তিনবার লেভান্তের জালে বল জড়িয়েছেন এই আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। পিকেকে দিয়ে করিয়েছেন আরও একটি গোল।

৪৩তম মিনিটে একক নৈপূণ্যে ব্যবধান দ্বিগুণ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। সার্জিও বুসকেটসের নিজেদের সীমানা থেকে বাড়ানো বল ধরে দ্রুত ডি-বক্সে ঢুকে পেছনে ছুটে আসা ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়েই ডান পায়ের কোনাকুনি শটে বল ঠিকানায় পাঠান বার্সেলোনা অধিনায়ক।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে মেসি ব্যবধান আরও বাড়ালে ম্যাচের লাগাম চলে যায় কাতালানদের হাতে। পাল্টা আক্রমণে নিজেদের সীমানা থেকে বল পেয়ে সুয়ারেজ দ্রুত এগিয়ে বাম দিকে জর্দি আলবাকে পাস দেন। স্প্যানিশ এই ডিফেন্ডারের পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় বাম পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন মেসি।

ম্যাচের ৬০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ক্ষুদে জাদুকর। আরতুরো ভিদালের বাড়ানো বলে আলতো টোকায় ব্যবধান ৪-০ করেন মেসি। এই নিয়ে চলতি লিগে সর্বোচ্চ ১৪ গোল করলেন মেসি। পাশাপাশি আসরে সতীর্থদের দিয়ে সর্বোচ্চ ১০টি গোল করিয়েছেনও তিনি। ৭৬তম মিনিটে উসমান দেম্বেলেকে বিপজ্জনকভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন উরুগুয়ের ডিফেন্ডার এরিক কাবাকো।
চার মিনিট পর মেসির পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন সুয়ারেজ। ৮৮তম মিনিটে অধিনায়কের আরেকটি পাস পেয়ে এক জনকে কাটিয়ে বাম পায়ের শটে লেভান্তের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জেরার্ড পিকে। বল গোলরক্ষকের পায়ে লেগে জালে জড়ায়।

উল্লেখ্য, গত মৌসুমে লিগে নিজেদের প্রথম ৩৬ ম্যাচে অপরাজিত থেকে লেভান্তের মাঠে খেলতে নেমে ৫-৪ গোলে হেরেছিল বার্সেলোনা। ওই আসরে সেটাই ছিল তাদের একমাত্র পরাজয়। গোল উৎসবে প্রতিশোধটা দুর্দান্ত হলো বর্তমান চ্যাম্পিয়নদের।

Bootstrap Image Preview