Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শাকিরির জোড়া গোলে জিতল লিভারপুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৬ AM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৬ AM

bdmorning Image Preview


ইপিএলের অন্যতম দুই ঐতিহ্যপূর্ণ ক্লাব লিভারপুল এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। যখনই একে অপরের মুখোমুখি হয় দুর্দান্ত ম্যাচভি উপভোগ করেন দর্শকেরা। তবে গত কয়েক বছর ম্যানইউ-র বিরুদ্ধে কিছুটা পিছিয়ে ছিল লিভারপুল। কিন্তু রবিবার তা ভালো মতোই পুষিয়ে নিলেন জুরগেন ক্লপের ছেলেরা। সারা ম্যাচ আধিপত্য ৩-১ ব্যবধানে ম্যাচ জিতে নিলো লিভারপুল। যার ফলে চলতি প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত একমাত্র দল হিসাবে একটিও ম্যাচ না হেরে রইল তারা। ম্যাচের তারকা সুইস বিশ্বকাপার জারদান শাকিরি। পরিবর্ত হিসাবে জোড়া গোল করলেন তিনি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ লিভারপুলের। সালাহ, মানে, লাভরিনরা চাপ বাড়াতে থাকেন। যার ফলে ২৪ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন সানে। একক দক্ষতায় দুর্দান্ত গোল। ব্যবধান বাড়ানোর লক্ষ্যে চাপ বাড়ান তাঁরা। তবে এরই মাঝে কিছুটা খেলার বিপক্ষে গিয়ে ম্যানইউ-র হয়ে সমতা ফেরান লিংগার্ড। তবে এ ক্ষেত্রে লিভারপুল কিপার অ্যালেসন বল পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হন।

জয়ের লক্ষ্যে দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণ লিভারপুলের। সালাহ, ফ্যাবিনহো সুযোগ তৈরি করলেও গোলের মুখ খুলতে ব্যর্থ হন। ফলে পরিবর্ত হিসাবে শাকিরিকে নামান লিভারপুল কোচ ক্লপ। ব্যাস তার পরেই চিত্র বদল। ৭১ মিনিটে নাবি কেইটার বদলি হিসেবে মাঠে নামেন শাকিরি। তিনি নেমেই পুরো ম্যাচের দৃশ্য পালটে দেন। ৭৩ মিনিটে মানের শট গোলরক্ষক ডে গিয়া রুখে দিলেও ফিরতি শটে গোল করে দলকে এগিয়ে দেন শাকিরি। ২০১৩ সালের পর কোন লিভারপুল খেলোয়াড়ের বদলি হিসেবে নেমে এটিই প্রথমবারের মত গোল।

এই গোলের রেশ কাটতে না কাটতে আবারো গোল। ৮০ মিনিটে ডি বক্সের বাইরে থেকে শাকিরির শট ইউনাইটেড রক্ষণভাগের খেলোয়াড়ের পায়ে লেগে বল জালে জড়ালে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে যায় অলরেডরা। এই ম্যাচের পুরোটা সময়ই সাইট বেঞ্চে বসে কাটিয়েছেন পল পোগবা।

এই জয়ের ফলে ১৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে লিভারপুল। দ্বিতীয় স্থানে ম্যান সিটি ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট।

Bootstrap Image Preview