Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে মহান বিজয় দিবস পালিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৮:১৪ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৮:১৪ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হল মহান বিজয় দিবস। রোববার সুর্যোদয়ের সাথে সাথে হাওরাঞ্চলের রাজধানী ও পর্যটন জেলা খ্যাত সুনামগঞ্জে ৩১ বার তোপধ্বণির মাধ্যমে বিজয় দিবস পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরপর জেলা কালেক্টরেট চত্বরে থাকা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এ সময় জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ ছাড়াও জেলা ও দায়রা জজ মোহাম্মদ আহাদুজ্জামান সিকদারের নেতৃত্বে পৃথক ভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এরপর একে একে সিভিল সুনামগঞ্জ সার্জন অফিস, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জাতীয় পার্টি, মুক্তিযুদ্ধ সংসদ জেলা ইউনিট কমান্ড, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বেলা সাড়ে ১১টায় পৌর শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

এ সময় মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যের বিজয় ফুল (কোটপিন) পরিধান করিয়ে এবং ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি (সুনামগঞ্জ-মৌলভীবাজার) আ্যাডভোকেট শামছুন নাহার বেগম (শাহানা রব্বানী), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিউল আলম, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, পুলিশ সুপার মো. রবকতুল্লাহ খান, সংবর্ধিত মুক্তিযোদ্ধাসহ জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধ প্রমুখ।

Bootstrap Image Preview