Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চৌহালীতে মহান বিজয় দিবস উদযাপিত  

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৭:৩২ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৬ PM

bdmorning Image Preview


নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের চৌহালীতে আজা মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে৷ রবিবার (১৬ ডিসেম্বর ) সকালে চৌহালী সরকারী কলেজ মাঠে ৩১ বার তপধ্বনি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠান শুরু করা হয়েছিল৷

এ সময় উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, চৌহালী প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন৷ এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয়৷

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সানওয়ার হোসেনের সভাপতিত্বে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান৷ উপজেলা আওয়ামী লীগের পক্ষে (ভারঃ) সভাপতি আবু নজির মিয়া, সাধারণ সম্পাদক ফারুক সরকার, সাবেক সভাপতি আলহাজ্ব হজরত আলী মাস্টার, সহ সভাপতি আঃ রশিদ বাবুল, আঃ মজিদ সরকার সহ নেতৃবৃন্দ৷

এ সময় অন্যান্যদের মধ্যে চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ দুলাল, চৌহালী সরকারী কলেজের ( ভারঃ) অধ্যক্ষ আঃ রাজ্জাক, যুব উন্নয়ন অফিসার এ কে এম ফজলুল হক, সমবায় অফিসার লাবলু তালুকদার, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনু মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম উবাইদ, প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, বি আর ডি বি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ , সহকারী মৎস্য অফিসার মাসুম বিল্লাহ, যুবলীগের সাধারণ সম্পাদক মোল্লা বাবুল আক্তার, ছাত্রলীগ সভাপতি আঃ রহিম রেজা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান৷

শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত করণ, কুচকাওয়াচ, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের ডিসপ্লে ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ পরে সকল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয় এবং ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। 

Bootstrap Image Preview