Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে মহান বিজয় দিবস পালিত

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৬:৩১ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৬:৩১ PM

bdmorning Image Preview


চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, শহীদ মিনাবে পুস্পস্তবক অর্পণ, গণকবর জিয়ারত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া, হাসপাতালে উন্নতমানের খাবার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বগুড়ার ধুনটে দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ধুনট সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে পৃথক পৃথক এসব কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) জিনাত রেহানা, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মতিয়ার রহমান সাজু, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, থানার পরির্দশক (তদন্ত) ফারুকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস নুরজাহান আকতার, মুক্তিযোদ্ধা মোবারক আলী, ফেরদৌস আলম, খলিলুর রহমান, ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম,  উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ প্রমুখ।

Bootstrap Image Preview