Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৬:০৫ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৬:০৫ PM

bdmorning Image Preview


মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জনের দিন। আর এ দিবসকে কেন্দ্র করে আজ ভোরে দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার ও বধ্য ভূমিতে যথাযোগ্য মর্যাদায় পুষ্পার্ঘ অর্পণ  করা হয়।  

দিনাজপুর শহরের পৌর স্টেডিয়াম মাঠে আজ সকাল ৯টায়  উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবসের পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সুচনা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হক। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংকৃতিক সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজে সালাম গ্রহন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান, রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মো. রওশন কবীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, সমাজ সেবা কর্মকর্তা তাপস রায়সহ  সকল সরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ।  

এ ছাড়াও উপজেলা বিএনপি, জাসদ, সিপিবি, কেন্দ্রীয় লোকো মোটিভ কারখানা, রেল শ্রমিক লীগ, রেল শ্রমিক ইউনিয়নসহ অন্যান্য সংগঠন পৃথক পৃথকভাবে বিজয় দিবসের কর্মসূচী পালন করে।

পরে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ কারীদের পুরষ্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এর আগে ভোরে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ মিনার ও বধ্য ভূমিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

Bootstrap Image Preview