Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাতীবান্ধায় বিএসএফের গুলিতে শিশু-নারীসহ ৪ বাংলাদেশি আহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০২:৩৮ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০২:৩৮ PM

bdmorning Image Preview


লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শিশু-নারীসহ চার বাংলাদেশি আহত হয়েছে।

শনিবার সকালে উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সাড়ডুবি সীমান্তের ৮৯২ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন ওই এলাকার সহিদুল ইসলাম (৩৫), জোবেদা বেগম (৩০), রবিউল ইসলাম (১৩) ও উপজেলার সিঙ্গিমারী এলাকার আবদুল হামিদ (৪০)।

স্থানীয়রা জানান, শনিবার সকালে ওই এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে চার-পাঁচজন ছেলে তাদের ভুট্টাক্ষেতে পাখি তাড়াতে যায়। এ সময় ভারতের শীতলকুচি থানার রাজারবাড়ি তিলুক ক্যাম্পের কয়েকজন বিএসএফ সদস্য এসে তাদের ধরার চেষ্টা করলে তারা চিৎকার করে। তাদের চিৎকারে স্থানীয় কয়েকজন কৃষক ছুটে এলে আরও ২০ থেকে ২৫ জন বিএসএফ সদস্য এসে তাদের তাড়া করে বাংলাদেশের ভেতরে ঢুকে তিন রাউন্ড ছররা গুলি ছোড়ে। 

এ সময় গুলিতে চারজন আহত হন।৬১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিঙ্গিমারী ক্যাম্পের কমান্ডার ফারুক হোসেন জানান, এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এ ধরনের ঘটনা আর যেন না ঘটে, সে বিষয়ে উভয় পক্ষ সজাগ থাকবে।

তবে এ ব্যাপারে রংপুর ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করলেও চার বাংলাদেশি আহত হওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

Bootstrap Image Preview