Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হেদার নাউয়ের্তকে জাতিসংঘে দূত বানাতে পারেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৯ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৯ PM

bdmorning Image Preview


মার্কিন পররাষ্ট্র দপ্তরের বর্তমান মুখপাত্র হেদার নাউয়ের্তকে জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাউথ ক্যারোলাইনার গভর্নর ও উঠতি রিপাবলিকান নেতা নিকি হ্যালি অনেকটা অপত্যাশিতভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। তবে তিনি সে সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ২০১৮ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন।

বৃহস্পতিবার ফক্স নিউজ বলেছে, ৫ নভেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, চলতি সপ্তাহে হ্যালির স্থলাভিষিক্ত ব্যক্তির নাম ঘোষণা করবেন; তিনি এখন শুক্রবার টুইটারের মাধ্যমে সে ঘোষণা দিতে যাচ্ছেন। নিকি হ্যালি তার পদ থেকে সরে দাঁড়াবেন বলে অক্টোবর মাসে ঘোষণা দিয়েছিলেন। তারপর থেকে নাউয়ের্ত আন্তর্জাতিক ইস্যুতে বেশি তৎপর ছিলেন এবং তিনিই অনেক ক্ষেত্রে আমেরিকার প্রতিনিধিত্ব করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন থেকে বহু মন্ত্রী ও কর্মকর্তা পদত্যাগ করেছেন কিংবা ট্রাম্প তাদেরকে সরিয়ে দিয়েছেন। নিকি হ্যালি তাদেরই সর্বশেষ একজন হতে চলেছেন।

Bootstrap Image Preview