Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবার সক্রিয় হয়েছে পেরুর ভয়ংকর আগ্নেয়গিরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৩:১৩ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৩:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পেরুর সাবাঙ্কায়া আগ্নেয়গিরি আবার সক্রিয় হয়েছে। তার জ্বালামুখ দিয়ে অবিরাম গলগলিয়ে বের হচ্ছে উত্তপ্ত ছাই ও ধোঁয়া। প্রায়শই জেগে ওঠে এই আগ্নেয়গিরি। ডিসেম্বরের শুরুতেও হঠাৎই বিকট শব্দে ঘুম ভাঙে এর। অনর্গল ভূগর্ভস্থ লাভা ও ধোঁয়া বের করতে থাকে এটি।

তবে এবার এটি জেগে ওঠার পর বেশ সতর্ক রয়েছেন বিজ্ঞানীরা। কড়া নজরদারিতে রয়েছে সাবাঙ্কায়া আগ্নেয়গিরি। অত্যাধুনিক ড্রোন দিয়ে ওপর থেকে ভিডিও করা হচ্ছে। এর ভয়াবহতা নিয়ে বিশ্লেষণ চালাচ্ছেন ভূতত্ত্বাবিদরা।

পেরুর একটি স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ, আগ্নেয়গিরিটিকে যে ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে, তার সেন্সরে ধরা পড়বে অনেক কিছুই। সাবাঙ্কায়ার পেটে কী কী রয়েছে, যা উদগীরণ হতে পারে সে বিষয়ে তথ্য দেবে এ ড্রোন।

কোন কোন গ্যাস বা কোন কণার সমাহারে এই আগ্নেয়গিরি সে কথাও জানিয়ে দেবে এই ড্রোনের সেন্সর।

Bootstrap Image Preview