Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুয়েতের একাধিক মসজিদে জুমার নামাজে বাংলায় খুতবা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ১২:৫৯ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ১২:৫৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


কুয়েতে বাঙালি অধ্যুষিত এলাকায় অবস্থিত একাধিক মসজিদে জুমার নামাজ ও দুই ঈদের নামাজ বাংলা খুতবার মাধ্যমে পাঠ করা হয়।

তবে এবার কুয়েতের ধর্ম মন্ত্রণালয় রুমোতিয়া আরবি এলাকায় অবস্থিত গাতা-৪ আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস নতুন আরেকটি মসজিদে বাংলায় খুতবা পাঠ করার অনুমতি দিয়েছে।

আগামী ৭ ডিসেম্বর সেখানে জুমার মূল আরবি খুতবার আগে বাংলাতেও তা ভাষান্তর করে পাঠ করা হবে।

বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র সালমিয়া অঞ্চলের রুমোতিয়া শাখার সভাপতি মোহাম্মদ ফারুক বলেন, অন্যান্য মসজিদ বাঙালি অধ্যুষিত এলাকায় অবস্থিত রুমোতিয়া একটি আরবি এলাকা এখানে জুমার নামাজে বাংলাদেশিদের জন্য বাংলা খুতবা পাঠ করা, এটি অবশ্যই সৌভাগ্য ও শুভ সংবাদ। এতে বাংলাদেশি প্রবাসী মুসল্লিদের মধ্যে নিজেদের বন্ধন ও একতা দৃঢ় হবে।

জেলিব আল সুয়েক হাসাবিয়ায় বড় মসজিদে জুমা ও দুই ঈদের নামাজে বাংলা খুতবা পাঠ করা হয়। সেখানে  বাংলাদেশিদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়।

Bootstrap Image Preview