Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইভাঙ্কার সফরের আগেই মেক্সিকোয় মার্কিন দূতাবাসে হামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ১০:২৮ AM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ১০:২৮ AM

bdmorning Image Preview


মেক্সিকোয় গুয়াডালাজারা শহরে মার্কিন দূতাবাসের সামনে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এর কয়েক ঘন্টা পরেই দেশটিতে ট্রাম্প কন্যা ইভাঙ্কার সফর ছিল।

শুক্রবার মধ্যরাতে দুষ্কৃতিরা এই হামলা চালায় বলে জানানো হয়।

মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট অ্যান্ড্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডরের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে শনিবার সকালে এখানে আসার কথা ইভাঙ্কা। ইভাঙ্কার সফরসঙ্গী হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও আসার কথা।ইভাঙ্কার সফরের সফরের আগে মার্কিন দূতাবাসের সামনে হামলাটি হল।

হামলায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়। তবে একটি দেয়ালে ধসে গেছে বলে উল্লেখ করা খবরে বলা হয়। ইতিমধ্যে আই হামলার তদন্তের দায়িত্ব দেশটির গোয়েন্দাসংস্থাকে দেওয়া হয়েছে।

বিশ্বস্ত একটি সূত্র জানায়, দেশটির বড় একটি মাদক চোরাচালানকারী এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।

Bootstrap Image Preview