Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একাকীত্ব দূর করতে বয়ফ্রেন্ড ভাড়া!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ১০:২৬ AM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ১০:২৬ AM

bdmorning Image Preview


উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকলেই মিলতে পারে বয়ফ্রেন্ড হওয়ার চাকরি। অবাক হওয়ার মতো হলেও তথ্যটি সত্য। মহিলাদের একাকীত্ব দূর করতে ভাড়ায় বয়ফ্রেন্ড দেওয়ার ব্যবস্থা করেছে একটি সংস্থা। 

সম্পূর্ণ প্রক্রিয়া হবে অনলাইন প্রক্রিয়ায়। গুগল সার্চে গিয়ে ‘রেন্ট অ্যা বিএফ’ সার্চ দিলেই পাওয়া যাবে মোবাইল অ্যাপ্লিকেশনটি।এক্ষেত্রে বয়ফ্রেন্ড ভাড়াকারীর নাম এবং পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

এই ভাড়ায় নেওয়া বয়ফ্রেন্ডদের পারিশ্রমিক কিছু কম নয়। প্রতি ঘণ্টায় কমপক্ষে ৩০০-৪০০ টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত।

বয়ফ্রেন্ডের সামাজিক অবস্থানের উপরে নির্ভর করে এই পারিশ্রমিকের অংক। তারকাদের বয়ফ্রেন্ড হিসেবে ভাড়ায় চাইলে খসাতে হবে তিন হাজার টাকা। আর অতি সাধারণ বয়ফ্রেন্ডের দর তুলনায় খুব কম। মাত্র ৩০০ থেকে ৪০০ টাকা।

তবে ভাড়ার বয়ফ্রেন্ড হতে গেলে রয়েছে একগুচ্ছ শর্তাবলী। সুঠাম চেহারার অধিকারী হতে হবে। তবে পেটানো চেহারা থাকলেই চাকরি পাকা এমন নয়। সভ্য-ভদ্র হওয়াটাও বাঞ্ছনীয়। ভালো কথা বোলার দক্ষতা থাকতে হবে। পুলিশের খাতায় নাম থাকলে চলবে না। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে। আবেদনের সময় জমা দিতে হবে সেই সার্টিফিকেট।

ভাড়ার বয়ফ্রেন্ডরা অবশ্য ভাড়ার সব টাকা নিজের পকেটস্থ করতে পারবেন না। ভাড়ার ৩০ শতাংশ জমে নেবে পরিচালক সংস্থা। এছাড়াও রয়েছে একগুচ্ছ শর্তাবলী। যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল ভাড়া করা বয়ফ্রেন্ডের সঙ্গে কোনও পার্টিতে যাওয়া যাবে না। করা যাবে না যৌন সম্পর্কও।

আপাতত মহারাষ্ট্রের মুম্বই এবং পুনে শহরে চালু হয়েছে এই পরিষেবা। পড়ে দেশের অন্য শহরেই এই পরিষেবা বিস্তার করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংস্থার প্রতিষ্ঠাতা কৌশল বিকাশ।

Bootstrap Image Preview