Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুব নারীদের ক্ষমতায়ান ও দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০৩:২৬ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০৩:২৮ PM

bdmorning Image Preview


যুব নারীদের ক্ষমতায়ান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৭দিন ব্যাপী অপ্রতিষ্ঠানিক পোষাক তৈরি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায়। যুব উন্নয়ন অধিদপ্তর কলাপাড়ার আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা ডব্লিউ আর আই প্রকল্পের নারী নেতৃদের সহযোগিতায় ৩০ দুস্থ নারী এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করে। 

'যুব জাগরণে বাংলাদেশের উন্নয়ন' প্রতিপাদ্যকে সামনে রেখে  উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারের সন্নিকটে পানি যাদুঘরে গতকাল সোমবার এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জালাল উদ্দন।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন একশন এইড লন্ডনের স্টিফানী, একশন এইড বাংলাদেশের তানজীর হোসেন, অভাসের প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমল চন্দ্র, জনকল্যান সমিতির সভাপতি জয়নাল আবেদীন। প্রশিক্ষক হিসাবে সাত দিন এসব প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষন পরিচালনা করবেন রাবেয়া বেগম।

প্রশিক্ষণ শেষে আভাস ও একশন এইড বাংলাদের আর্থিক সহযোগিতায় ৩ দুস্থ নারীকে তিনটি সেলাই মেশিন প্রদান করা হবে। এছাড়াও যুব উন্নয়নের সহায়তায় এসব প্রশিক্ষণ গ্রহণপ্রাপ্ত নারীদের ৪ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে।  

Bootstrap Image Preview