Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৫ নারী পেলেন আ.লীগের মনোনয়ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ১০:২৩ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ১০:২৩ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নারী মনোনয়নপ্রত্যাশী ছিলেন মোট ৩৪৬ জন। তার মধ্যে মনোনয়ন দৌড়ে ১৫ নারী আওয়ামী লীগ থেকে নির্বাচনের টিকেট পেয়েছেন।

১৫ জনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন করছেন দু'টি আসন থেকে। সেই দুটি আসন হচ্ছে- গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসন থেকে।

এ ছাড়াও গাইবান্ধা-২ আসনে মাহাবুব আরা বেগম গিনি, মানিকগঞ্জ-২ আসনে মমতাজ বেগম, যশোর-৬ আসনে ইসমাত আরা সাদেক, খুলনা-৩ আসনে মুন্নুজান সুফিয়ান, বরিশাল-৫ আসনে জেবুন্নেছা আফরোজ, মুন্সীগঞ্জ-২ আসনে সাগুফতা ইয়াসমিন এমিলি, গাজীপুর-৪ আসনে সিমিন হোসেন রিমি, গাজীপুর-৫ আসনে মেহের আফরোজ চুমকি।

এ ছাড়া শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরী, গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে শেখ হাসিনা, সুনামগঞ্জ-২ আসনে জয়া সেনগুপ্তা, মৌলভীবাজার-৩ আসনে সৈয়দা সায়রা মহসিন, চাঁদপুর-৩ আসনে ডা. দীপু মনি, কক্সবাজার-৪ আসনে শাহীনা আক্তার চৌধুরী, বাগেরহাট-৩ আসনে হাবিবুন্নাহার, স্পিকার শিরীন শারমিন চৌধুরী নির্বাচন করছেন রংপুরের একটি আসন থেকে।

Bootstrap Image Preview